E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

২০২১ অক্টোবর ২৫ ১৭:০৫:২৫
সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক অসংখ্য পূজামন্ডপ ও প্রতিমা ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু পরিষদের বগুড়া জেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৫ অক্টোবর) সকাল এগারোটায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, গাজীপুর, রংপুর, গাইবান্ধা ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পূজামন্ডপ ও প্রতিমা ভাংচুর পূজার্চনা বন্ধ করা, ভক্তদের উপর আঘাত হানা, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা ও অগ্নিসংযোগ এবং হিন্দুদের উপর অমানবিক নির্যাতন নিপীড়নের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় মুক্তিযুদ্ধের বাংলায় মৌলবাদের ঠাঁই নাই। এ অন্যায় মেনে নেয়া হবে না। হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অান্দোলন কর্মসূচি চলমান থাকবে।

প্রতিবাদী কর্মসূচিতে সরকারের নিকট- সংখ্যালঘু সুরক্ষা অাইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন এবং শারদীয় দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে সংস্কৃত শিক্ষা পুনরায় চালুর দাবী জানান নেতৃবৃন্দ।

প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ডা. সুব্রত ঘোষ, সহ-সভাপতি খোকন চক্রবর্তী, সহ-সভাপতি সঞ্জয় মহন্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী সুজন চৌহান, বাংলাদেশ হিন্দু পরিষদ বগুড়া জেলা কমিটির নির্বাহী সভাপতি রামগোপাল গোস্বামী, সাধারণ সম্পাদক বিদ্যুৎ দত্ত, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাস, কোষাধ্যক্ষ মিলন চন্দ্র বর্মন লিয়ন, প্রচার সম্পাদক রমোনাথ দাস, শ্রী অমিত চন্দ্র দাস, শ্রী পরিমল চন্দ্র দাস, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক অলিভ সাহা, হিন্দু যুব পরিষদ সভাপতি কাজল চন্দ্র বর্মন, সহ-সভাপতি রনি সাহা, সহ-সভাপতি চঞ্চল কুমার, সাধারণ সম্পাদক চৈতন্য কুমার পাল, মহিলা পরিষদ বগুড়ার সভাপতি নমিতা রানী সাহা, সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র রায়, সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুব্রত সাহা সুমন, সদস্য সচিব কৃষ্ণ কুমার মোহন্ত, ছাত্র পরিষদ সিরাজগঞ্জের চঞ্চল মোহন্ত, ছাত্র পরিষদ জয়পুরহাটের ভীম মাহাতো, হিন্দু পরিষদ জয়পুরহাট শাখার আহ্বায়ক এ্যাড. সুশান্ত কুমার মহন্ত, সদস্য সচিব মুক্তারাম দাস, ভবানী বর্মন, রিন্টু মোহন্ত, উল্লাস হাজারা, পিযুষ রায়, সুমন সাহা সহ প্রমুখ।

প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলাদেশ হিন্দু পরিষদ বগুড়া জেলা ও পৌর শাখা, যুব পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখা এবং শারদাঞ্জলী ফোরাম বগুড়া জেলা শাখার নেতাকর্মীবৃন্দের সম্মিলিত উপস্থিতি ছিল।

(এটিআর/এসপি/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test