E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইউপি নির্বাচন

চাটমোহরে নৌকা প্রতীকের ১১ প্রার্থীর মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরণ

২০২১ অক্টোবর ২৫ ১৮:২৪:৫২
চাটমোহরে নৌকা প্রতীকের ১১ প্রার্থীর মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : প্রথমবারের মতো দলীয় মনোনীত প্রার্থীদের মাঝে কোন দল আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করলো। 

সোমবার (২৪ অক্টোবর) পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ উপজেলার ১১টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়নপত্র বিতরণের আয়োজন করে। পৌরসভার বালুচরে সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।

উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের হাতে নৌকা ও দলীয় সভানেত্রীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র তুলে দেন সংসদ সদস্যসহ উপজেলা নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন, হান্ডিয়াল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রবিউল করিম মাস্টার, ছাইকোলায় মোঃ নুরুজ্জামান, নিমাইচড়ায় একমাত্র নারী প্রার্থী প্রভাষিকা নুরজাহান মুক্তি, গুনাইগাছায় বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বিলচলনে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মথুরাপুরে মোঃ শাহ আলম, পাশর্^ডাঙ্গায় বর্তমান চেয়ারম্যান মোঃ আজাহার আলী ফৈলজানায় বর্তমান চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন, ডিবিগ্রামে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীর উদ্দিন মোল্লা, মূলগ্রামে বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল ও হরিপুরে বর্তমান চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন।

মনোনয়নপত্র বিতরণ অনুষ্ঠানে মোঃ মকবুল হোসেন এমপি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাকে নৌকা প্রতীক দিয়েছেন, দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকেই বিজয়ী করতে হবে। এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দেবো।

তিনি বলেন, এখন দেশে খাদ্যের অভাব নেই, বাসস্থানের অভাব নেই, বিদ্যুতের অভাব নেই, কৃষকের সারের অভাব নেই। বর্তমান সরকার জনগণের জন্য সবই করছেন। তাই নৌকাকে বেছে নিতে হবে। নৌকার কথা বলতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেছেন, যদি কেউ নৌকার বিরোধিতা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেননা নৌকা প্রতীক কারোর ব্যক্তিগত প্রতীক নয়, এটা বঙ্গবন্ধুর প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক, স্বাধীনতার প্রতীক।

(এস/এসপি/অক্টোবর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test