E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

করোনার কারণে এবারও হচ্ছে না রাস উৎসব

২০২১ অক্টোবর ২৭ ১১:৪৫:৪৫
করোনার কারণে এবারও হচ্ছে না রাস উৎসব

খুলনা প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে এবারও সুন্দরবনের দুবলায় হচ্ছেনা ঐতিহ্যবাহী রাস উৎসব। তবে নির্দিষ্ট সময়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান বা রাস পূজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাস মেলা উপলক্ষে আয়োজিত সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনার সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বন বিভাগের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাস পূজা উদ্যাপন কমিটির নেতা ও ট্যুরিস্ট অপারেটর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খুলনা আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এছাড়া সরকারের পক্ষ থেকেও পূজায় পুণ্যার্থীদের বাইরে কাউকে যাওয়ার অনুমতি দেয়নি। একারণে এবার সেখানে অন্য ধর্মের লোক যেতে পারবেন না। এবার কোনো মেলাও হবে না।

প্রতি বছর রাস উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ সুন্দরবনের দুবলার চরে যান। তবে গত বছর করোনা পরিস্থিতির কারণে শুধু পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর ২০১৯ সালে রাস পূজার সময় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানায় কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি বন বিভাগ।

চলতি বছরের ১৭-১৯ নভেম্বর রাস পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৭ নভেম্বর সকালে বাগেরহাটের মোংলা থেকে রাস পূজা উপলক্ষে সুন্দরবনের আলোরকোলের উদ্দেশে নৌযানে করে যাত্রা শুরু করবেন আয়োজকরা। সাতক্ষীরা ও খুলনার নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে সেখানে যেতে পারবেন পুণ্যার্থীরা। আগামী ১৮ নভেম্বর পূজা ও পরদিন প্রথম প্রহরে স্নান অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/অক্টোবর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test