E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড় সদরে ১০ ইউনিয়নের নির্বাচনে ৫ রিটার্নিং কর্মকর্তা

২০২১ অক্টোবর ২৭ ১৬:১২:৫৭
পঞ্চগড় সদরে ১০ ইউনিয়নের নির্বাচনে ৫ রিটার্নিং কর্মকর্তা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচনের জন্য ৫ রিটার্নিং কর্মকর্তা  নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হলেন, পঞ্চগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারকে পঞ্চগড় সদর ও ধাক্কামারি ইউনিয়নে।

উপজেলা কৃষি অফিসার কামাল হোসেনকে মাগুড়া ও গরিনাবাড়ি ইউনিয়নে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো.ফজলে ইবনে কাওছার আলীকে কামাত কাজলদিঘী ও চাকলাহাট ইউনিয়নে, উপজেলা কৃষি সম্প্রসারণ মো.আসাদুন্নবীকে অমরখানা ও সাতমেরা ইউনিয়নে এবং উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দীন শাহকে হাফিজাবাদ ও হাড়িভাসা ইউনিয়নে। ৎ

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকার বলেন,বিধি অনুযায়ী বর্তমানে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ করা হচ্ছে। ২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষদিন,৪নভেম্বর যাচাই-বাচাই, ১১ নভেম্বর প্রার্থীত্ব প্রত্যাহারের শেষদিন, ১২ নভেম্বর প্রতীক বরাদ্ধ,২৮নভেম্বর ভোট গ্রহণ। এবার উপজেলার ১০টি ইউনিয়নে ৯১টি কেন্দ্রের ৫০১টি বুথে মোট ১লক্ষ ৬৯ হাজার ৭৩০জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৪৭০জন, মহিলা ভোটার ৮৩হাজার ২৬০ জন।

(আর/এসপি/অক্টোবর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test