E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে দুই গরু চোরকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

২০২১ অক্টোবর ২৯ ২০:৩৯:৫৭
সুবর্ণচরে দুই গরু চোরকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ ব্যাগ্যা গ্রামে গরু চুরির সাথে জড়িত দুই গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার ভোরে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ভোলা জেলার বোরহান উদ্দিনের মাইনকা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, উপজেলার চরজুবিলীর মধ্য ব্যাগ্যা গ্রামেরবশির আহম্মেদের ছেলে মো.ফারুক (৪২) পুলিশের ভাষ্য মতে, চরজুবিলীর দক্ষিণ ব্যাগ্যা গ্রামের কৃষক আনিস মিয়ার গোয়ালঘর থেকে একটিগরু রাতের কোন এক সময় চুরি করে নির্জন স্থানে নিয়ে জবাই করে মাংস নিয়ে বাজারে যাওয়ার সময় নামাজ পড়তে মুসল্লিদের সন্দেহ হলে তাদের কে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি এসে থানা পুলিশে জানালে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশ তাদের কাছ থেকে গরুর মাংস ও মাথার অংশ উদ্ধার করে। গরুর জবাইকৃত মাথা দেখে আনিস মিয়া নিজের গরু বলে সনাক্ত করেন।

চরজুবিলী মধ্য ব্যাগ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মঞ্জুরুল আলম জানান, গত দুই সপ্তাহে এই এলাকা ৯টি গরু চুরি হয়েছে। গরু চুরি করে রাতে জবাই করে স্থানীয় কসাইদের কাছে তা বিক্রি করা হচ্ছে । চুরির ঘটনার সাথে এলাকার কসাইরা জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

চরজব্বার থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, গরুর মালিক আনিস মিয়া বাদী হয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে চুরির ঘটনায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আর কারো সম্পৃর্কতা আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


(আইইউএস/এএস/অক্টোবর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test