E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদ এখনি দূরে দূরে থাকে মেম্বার হলে খোঁজই পাওয়া যাবে না : ওয়ার্ডবাসী

২০২১ অক্টোবর ৩০ ১৯:০৯:৩১
ফরিদ এখনি দূরে দূরে থাকে মেম্বার হলে খোঁজই পাওয়া যাবে না : ওয়ার্ডবাসী

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মােহাম্মদ ফরিদ। ফরিদ এইবার প্রথম নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। প্রতীক পেয়েছেন তালা মার্কা। সকল মেম্বারদের মতো করেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন তিনি। কিন্তু তার নির্বাচনী প্রচারণায় চলছে নানান জল্পনা কল্পনা। মেম্বার প্রার্থী ফরিদদের বিরুদ্ধে ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের রয়েছে নানা রকম অভিযোগ। কেউ বলছে তাকে চিনেনা আবার কেউ বলছে নিজের নির্বাচনী প্রচার করছে অন্য কাউকে দিয়ে। ওয়ার্ডবাসী বলছে, ফরিদ যদি ৯নং ওয়ার্ডের মেম্বার হিসেবে জয়ী হয় তাহলে সে কি ওয়ার্ডের কোন উন্নয়ন করতে পারবে?

ওয়ার্ডবাসীর সাথে কথা বলে জানা যায়, মেম্বার প্রার্থী ফরিদ প্রতীক পাওয়ার পর থেকে এখন পর্যন্ত যতবার প্রচারণা চালাচ্ছে সেখানে নিজে দূরে দাড়িয়ে থেকে অন্য লোকজন দিয়ে লিফলেট বিতরণ করান। তারা আরো বলেন, ফরিদ এখনি দূরে দূরে থাকে আর নির্বাচনে পাস করতে পারলেতো তার কোন খোঁজই পাওয়া যাবে না।

ভোটাররা বলছে যে মেম্বারকে আমরা ভোট দিবো সে যদি এখনই আমাদের কাছে না আসে আমাদের সাথে কথা না বলে তাহলে নির্বাচনে জয়ী হলে তো তার কোন খোঁজই পাওয়া যাবে না।

এ বিষয়ে মেম্বার প্রার্থী মোহাম্মদ ফরিদ বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে আমার নির্বাচনী ওয়ার্ড ৯নং। বড় হওয়ার কারনে প্রচারণার জন্য একটু সময়ের প্রয়োজন।

(এস/এসপি/অক্টোবর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test