E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, যুবদল সভাপতিসহ আরও ছয় আসামি রিমান্ডে

২০২১ অক্টোবর ৩১ ২১:৪৯:৩৯
চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা, যুবদল সভাপতিসহ আরও ছয় আসামি রিমান্ডে

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় ঘটনায় গ্রেফতারকৃত আরও ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত । রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ৭টায় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলো, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, হারুনুর রশীদ, ফয়সাল বারী চৌধুরী, মো.আনোয়ারুল ইসলাম, মো.আবু তালেব, মো.ফরহাদ।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা ৩০ মামলায় ২২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাতজন দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এ পর্যন্ত ৩৬ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লার ঘটনার জের ধরে জুমার নামাজ শেষে চৌমুহনী শহরের বিভিন্ন মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তাঁরা চৌমুহনী ডিবি রোডে (ফেনী-নোয়াখালী সড়ক) এসে কিছু দোকানপাট ও ১০টি মন্দিরে হামলা-ভাঙচুর চালান। এ ঘটনার জের ধরে হিন্দু ধর্মের অনুসারী দুই ব্যক্তি মারা যান। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।

(আইইউএস/এএস/অক্টোবর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test