E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় অপহরণ ও লুটের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১৫:২১:৩১
পাথরঘাটায় অপহরণ ও লুটের প্রতিবাদে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে জেলেবহরে জলদস্যুদের হামলা, লুট, অপহরণ, হত্যা এবং বাংলাদেশী জলসীমায় ভারতীয় জেলেদের অবাধ লুটপাট ঠেকাতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসার সাথে জড়িত আটটি সংগঠন। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাছ বিক্রি ও সরবরাহ বন্ধ রাখা হয়। উপকূলীয় জেলেদের অপহরণ ও সাগরে ভারতীয় মাছের ট্রলার প্রবেশের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়। পরে ১০টি সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের পরে পাথরঘাটা পৌর শহরের রাসেল স্কয়ারের সামনে মানববন্ধন করে মৎস্য ব্যবসায় জড়িত কয়েকশ মানুষ।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অপহৃত জেলেদের মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনতে ট্রলার মালিকরা এখন ব্যবসা গুটিয়ে পথে বসেছেন। এভাবে চলতে থাকলে তাঁদের এ পেশা বদল করতে হবে।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test