E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

২০২১ নভেম্বর ০৬ ১৮:২৪:১০
বালিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

এ কে আজাদ, রাজবাড়ী : “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে  ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) উপজেলার প্রশাসন, সমবায় বিভাগ ও উপজেলার সমবায়ীবৃন্দদের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি পালন উপলক্ষে বেলা ১১টায় বালিয়াকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন, বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, বালিয়াকান্দি কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি আব্দুল মালেক খান, নলিয়া শেয়ার পাটনার সততা বহুমুখী সঃ লিঃ সভাপতি মোঃ হাসান আলী, তালবাড়িয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক তৌহিদুল ইসলাম, বনলতা সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি মোঃ জনাব আলী, ঠাকুরনওপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য অলোক কুমার সরকার, সাধুখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি বাটুল বিশ্বাস, ঘোষখালী পানি ব্যবস্থাপনা সমিতির সম্পাদক মিলন হোসেন প্রমুখ। পরে শ্রেষ্ঠ সমবায়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

(একে/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test