E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

২০২১ নভেম্বর ০৮ ১৬:৪২:২৯
পিতাকে হত্যার দায়ে পুত্রের আমৃত্যু সশ্রম কারাদণ্ড

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে লাঠির আঘাতে পিতার মৃত্যুর ঘটনায় পুত্রের আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) জামালপুর জেলা দায়রা জজ আদালতে এই দণ্ড দেন বিচারক মো. জুলফিকার আলী খাঁন।

দণ্ডপ্রাপ্ত মো. রুকনুজ্জামান ওরফে খোকন (৩২) ইসলামপুর উপজেলার কৃষ্ণ নগর (পূর্ব শশারিয়া বাড়ী) গ্রামের মৃত অজর ওরফে রজব উদ্দিনের ছেলে। জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

রায় বিবরণীতে প্রকাশ, জমিজমার ভাগ বুঝে পাবার পরও পিতার কাছে আরও কিছু জমি দাবি করে খোকন। এ নিয়ে সৎ মা ও পিতার সাথে তার বিবাদ শুরু হয়। একপর্যায়ে সে ২০১২ সালের ২২ জুলাই সেহেরি খাবার সময় পিতাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন ওই পিতা। পরে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায় খোকন। আশঙ্কাজনক অবস্থায় দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিতা অজর।

এ ঘটনায় সৎ মা মোছা. কমলা বেগম (৬৫) বাদী হয়ে স্বামী হত্যার মামলা করেন। ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে পুত্র খোকনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন মো. আমান উল্লাহ আকাশ।

(আরআর/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test