E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধার ছবি রাতের আঁধারে সরিয়ে নিলেন অধ্যক্ষ!

২০২১ নভেম্বর ০৮ ১৮:১০:৩৬
কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধার ছবি রাতের আঁধারে সরিয়ে নিলেন অধ্যক্ষ!

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা উপজেলাধীন সরিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন পিছিয়ে পড়া নিজের ইউনিয়নে শিক্ষার প্রসার ঘটাতে নিজ উদ্দোগে গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। 

যার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ অন্যতম। এটি ১৯৯৪ সালে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন নিজ উদ্দোগে ১একক ৭০ শতাংশ জাইগার উপর প্রতিষ্ঠা করেন। এই জমি সরিষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন বাহার এর কাছ থেকে তৎকালিন ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে কিনে নেন প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন। সেই সময় বাজার মূল্যের ৩ গুন বেশি দামে জমি ক্রয় করা হয়।

প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, তিনি ১৯৮৮ থেকে ২০০৩ সাল অব্দি সরিষা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং অবহেলিত ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করেন। এর পর ২০০৯ থেকে ২০১৪ প্রযন্ত পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এসময় তিনি উপজেলায় বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করেন। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।

এছাড়াও তার ছোট ভাই সোবাহান হোসেন ২০১১ থেকে ২০১৬ অব্দি সরিষা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এখন তিনি জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তবে কলেজ টি সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে সরিষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন বাহার তার বিক্রি করা সম্পত্তির কিছু অংশ বোনদের দেখিয়ে কলেজ থেকে পুনরায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।

কলেজ টি সরকারি হওয়ার পর থেকে স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণে প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন এর ছবি কলেজ থেকে সরিয়ে ফেলতে পায়তারা চালাচ্ছে চেয়ারম্যান আজমল হোসেন বাহার।

গত রবিবার কলেজ চলাকালীন সময়ে প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন এর ছোট ভাই সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সোবাহান হোসেন কলেজে গেলে প্রতিষ্টাতার ছবি কলেজ থাকা না-থাকা নিয়ে কথা হলে বর্তমান চেয়ারম্যানের লোক জন কলেজে প্রবেশ করে এবং সোবাহান হোসেনের উপর চড়াও হলে সহকর্মীরা তাকে কলেজ রুমে আটকে রাখে। এমনকি সোবাহান হোসেন এর ভাগ্নে সহ তার এক সহযোগী কে বেধড়ক মারপিট করে চেয়ারম্যান আজমল হোসেন বাহার এর লোকজন।

এই সংবাদ প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন জানলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুর রহমান কে জানালে তিনি প্রথমে একজন এস আই কে ঘটনা স্থলে পাঠান। পরে তিনি ও পাংশা (সার্কেল) সিনিয়র এ এস পি সুমন কুমার সাহা ঘটনা স্থলে গিয়ে প্রথমে সাবেক চেয়ারম্যান ও কলেজের সহকারী অধ্যাপক সোবাহান হোসেন কে গ্রেফতার করেন। এ সময় সোবহান হোসেন কে কেনো গ্রেফতার করা হলো এ বিষয়ে জানতে চাইলে সরিষা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর জলিল বিশ্বাস কে ও গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানা থেকে সাবেক চেয়ারম্যান ও কলেজের সহকারী অধ্যাপক সোবাহান হোসেন কে বিকালে কোটে পাঠায়।ওই সময় তাকে কোট থেকে জামিন দেওয়া হয়।

গত রাতে জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ নবিউল ইসলাম (পান্নু) কলেজের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন এর ছবি সরিয়ে ফেলেন। এ বিষয় টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

(একে/এসপি/নভেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test