E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ১৫ ইউনিয়নে নির্বাচন কাল

২০২১ নভেম্বর ১০ ১৬:৫০:০৪
জামালপুরে ১৫ ইউনিয়নে নির্বাচন কাল

রাজন্য রুহানি, জামালপুর : বৃহস্পতিবার (১১ নভেম্বর) জামালপুর জেলায় দ্বিতীয় ধাপে ১৫ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। এর মধ্যে ইটাইল, বাঁশচড়া, রানাগাছা, দিগপাইত এবং রশীদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই ইউনিয়নগুলোতে শুধুমাত্র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে, বাকি দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৬জন, তিতপল্লা ইউনিয়ন পরিষদে ৩ জন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদে ২জন, মেষ্টা ইউনিয়ন পরিষদে ৫জন, লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদে ৪জন, তুলশীরচর ইউনিয়ন পরিষদে ৩জন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদে ৩জন, ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদে ৩ জন, নরুন্দি ইউনিয়ন পরিষদে ৪জন এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ১৫টি ইউনিয়ন পরিষদে সদস্য পদে ৫৪২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৫৫জন।

শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আনসার, পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিস।

জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মাহমুদুল আলম বলেন, ১৪টি ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। তবে শুধুমাত্র বাঁশচড়া ইউনিয়ন পরিষদের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে।

তিনি বলেন, নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে।

(আরআর/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test