E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে ফেসবুকে উপজেলা চেয়ারম্যান পুত্রের মন্তব্যে আলোচনার ঝড়

২০২১ নভেম্বর ১০ ২২:৫৭:৫২
বালিয়াকান্দিতে ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে ফেসবুকে উপজেলা চেয়ারম্যান পুত্রের মন্তব্যে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদের পুত্র বালিয়াকান্দি সরকারি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম তার ফেইসবুক পেজে ৩ প্রার্থীকে নিয়ে মন্তব্য করেছেন। এ মন্তব্য ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

সাইফুল ইসলাম তার ফেইসবুক Saiful Islam লিখেছেন, জঙ্গল নারুয়া, জামালপুরের নৌকা ওয়ালারা গত উপজেলা পরিষদ নির্বাচনে সরাসরি নৌকার বিরোধিতা করে ভোট চেয়েছে, ভোট দিয়েছে মোটর সাইকেলে। এখন আবার নৌকায় ভোট চায়! এদেরকে কি বলবেন? এ নৌকার নাম কি দিবেন? তার এ মন্তব্যর পর Md Musa লিখেছেন, সুবিধা বাদি, ভূয়ালীগ। Saiful Islam Md Musa লিখেছেন, আঙ্কেল, সত্য বলতে নেই? Md Musa Saiful Islam লিখেছেন, সত্যের জয় সব সময়। ভালো থেকো। Hasanur Rafique Rinku লিখেছেন, চলিতেছে সার্কাস! দেখিতেছি সার্কাস! জয় বাংলা! জয় নৌকা! Apurba Apu লিখেছেন, সুবিধাবাদিলীগ। Saiful Islam Apurba Apu লিখেছেন, বন্ধু, এগুলো বলতে নেই! পাপ হয়। Apurba Apu লিখেছেন, সত্য বল সুপথে চল এদের শাস্তি হওয়া উচিত। Saiful Islam Apurba Apu লিখেছেন, স্যার আমার দেখা অনেক নবাগত মুজিব সৈনিক আছে, যারা কি না মুজিব কোট পরে মুজিব প্রেমী ভাব দেখায়, যদি তাদের কে প্রশ্ন করেন ভাই মুজিব কোট যে পরেন মুজিব কোটের ৬ বোতামের ইতিহাস একটু ব্যাখা করেন। ঠিক তখনই মিলবে তাদের আসল পরিচয়। | Aoulad Hossain লিখেছেন, বন্ধু এরা হাইব্রিড, জন্ম ১/১১। FC Rajib লিখেছেন, ভাইজ এর নৌকা বছরে একবার কাজে লাগে। Jahangir Alom Polash লিখেছেন, এদের সবার জন্য থাকছে কেয়া কসমেটিকের বিশেষ উপহার ও পরিবেশ বান্ধব গাছ। সরদার মোহাম্মদ রতন সারা জীবন পানিতে থাকবে নাকি? মাঝে মাঝে গাড়ি ঘোড়ায় চড়বে এটাই স্বাভাবিক। Al Helal লিখেছেন, ভাই এরা বহুরূপী এদের চেনা এতো সহজ নয়। MD Mosharof Hossain লিখেছেন, এদের কাছে নৌকা শুধুই একটা মর্কা, Shoil Rana লিখেছেন, ভাই এরা নিজের সুবিধার্থে সব কিছু করে। তাই সবাই এদের থেকে সাবধান।

Sharifulislam Sharifulislam লিখেছেন, গাজার নৌকা। অনিক শেখ এবার অন্তর থেকে নৌকার জন্য কাজ করে, সেটা প্রমান করার সময় এসেছে। তৃনমূলকে সংগঠিত করার সময় এখন। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। Md Rasel লিখেছেন, ভোট চেয়ে লাভ কী? ভোটের অধিকার যেখানে নেই। ডিজিটাল সিস্টেমের মাধ্যমে যেখানে ডিজিটাল ভোট ডাকাতি হচ্ছে সেখানে ভোটের দরকার নেই। সিলেকশন করে দেওয়া অনেক ভাল। PK Palash লিখেছেন, বাবু কাকা, নায়েব আলী কাকা ও কল্লোলদা এরা জন্মগতভাবে আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ করে, আমার জানা মতে এরা কখনো জাসদ কিংবা জাতীয় পার্টি করে নাই, তাদেরকে নিয়ে আপনারা যাই পোস্ট করেন না কেন জনগণ তো সঠিকটা জানে ভাই,আর আপনি যদি নিজেকে অনেক ভালো মানুষ মনে করেন তবে আপনার তো নৌকার পক্ষে কাজ করার কথা, আপনি কি সঠিক জায়গা আছেন বলে মনে করেন? এইসব পোস্ট করা থেকে বিরত থাকেন ভাই Salim Hasan লিখেছেন, যখন যেদিকে যায়, সেদিকে পা ফালায়। Md Alomgir Alom লিখেছেন,প্রথমত এই গ্রুপের লোক আওয়ামী লীগ কে অপমাণ করেছে নৌকা মার্কা কে অপমান করছে দ্বিতীয়তঃ যদি শুধরাতে চাই ভুল তাহলে সুযোগ দেয়া উচিত।

Saiful Islam লিখেছেন, বর্তমান টাকার কাছে সবই হার মানে।স্বেচ্ছাসেবক লীগ নবাবপুর আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই,, নৌকার বিরোধিতা করলে নৌকা পাওয়া যায়,, আর মুল্যায়ন থাকে...তাই এবার....। Nasir Ahmed Lemon লিখেছেন, বাবু মিয়া তো জাসদ থেকে আওয়ামী লীগে আসে নাই। তিনি পারিবারিক সুত্রে আওয়ামী লীগ। তার রাজনৈতিক জীবন এর শুরু হতে আওয়ামীলীগ করে আসছে। জীবনে অনেক হামলা মামলার স্বীকার হইছে তব্ওু কোন দিন মাথা নত করে নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক বাবু মিয়ার। Saiful Islam Nasir Ahmed Lemon লিখেছেন, এজন্যই তো আওয়ামী লীগের মার্কা এখন মোটরসাইকেল, আনারস।

Nasir Ahmed Lemon Saiful Islam লিখেছেন, ভাই, গত ইউনিয়ন পরিষদ নিবাচনে ও দেখেছিলাম, নেতারা কি ভাবে নৌকার বিপক্ষে মোটরসাইকেল এর পক্ষে ভোট চেয়েছিল। Atiquzzaman Kabir লিখেছেন, এদেকে যদি দল থেকে উপযুক্ত ব্যবস্থার আওতায় আনা হত তাহলে এমন হতো না কখনোই। Faruk Mullah Mullah লিখেছেন, সঠিক ও যোগ্য লোককে আমরা কেউই নির্ধারণ করতে পারিনা। সমস্যা হল আসলে আমরা কেউ কারো ভালো চায়না। আ,লীগের এখন লোকের অভাব নেই কিন্তু প্রকৃত যোগ্য লোক কই। Rezaul Karim লিখেছেন, খাস বাংলায় একটা প্রবাদ আছে (গুরের খুটি যেখানে কুত্তা ঘোরে সেখানে) হয়তো বুঝতে পারছেন। Ranjan Goswami লিখেছেন, বন্ধু, লেজের কি দোষ, মাথা যদি লেজকে নাড়াচাড়া করাই...। Debasish Biswas লিখেছেন, এই পোস্ট এখন দেওয়া ঠিক হয়নি।

Saiful Islam Debasish Biswas লিখেছেন, উপজেলা নির্বাচনের সময় দিবো নাকি? Debasish Biswas Saiful Islam লিখেছেন, স্যার, পেছন মনে রাখতে হবে। রাজনীতিতে ভুল থাকে। তবে পথ হারালে সমস্যায় পড়তে হয়। আপনাদের প্রিয় নেতার দিকে তাকিয়ে সব ভুলে যেতে হবে। Saiful Islam Debasish Biswas লিখেছেন, কোন্ পেছন? Faruquee Hossain Saao লিখেছেন, বাঙালী মোরা। Sohon Ahemed Shajdul Mia লিখেছেন, গত ইউনিয়ন নির্ববাচনে আপনাদের ভুমিকা কি ছিলো এটাও মানুষ বুঝে বা জানে বাবু মিয়া জাসদ জামাত জাজীয়পাটি থেকে আওয়ামীলীগ করে না আমরা বালিয়াকান্দীর মানুষ আমরা সৌদি বা অন্য কোনো দেশের মানুষ না কে কি ভাবে বার বার ইউনিয়ন চেয়ারম্যান হয় কি ভাবে উপজেলার চেয়ারম্যান হয়ছে আমরাও জানি কার রাজনীতি কোন ধরনে আমরা যারা জন্মগত ভাবে আওয়ামীলীগ পরিবারের সন্তন রা বুঝি জামালপুর ইউনিয়ন বাসী আগামী ২৮ তারিখ ভোটের মাধ্যমে বুঝাবে।

Sohon Ahemed Shajdul Mia লিখেছেন, ধন্যবাদ। Md Shohidul লিখেছেন, এখন আমাদের উপজেলা চেয়ারম্যানের সার্বজনিন জনপ্রিয়তা নিয়ে যেন কাদাছুরাছুরি না হয়, যে রাজনীতির নুন্যতম র, আর নির্বাচনের ' ন' বুঝে থাকবে সে অন্তত সর্বশেষ বালিয়াকান্দি উপজেলা নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে কোন আওয়াজ করবে না যদু মদু কদু সব এক হয়েও দমাতে পারে নি যাকে তিনি হলেন আজাদ চেয়ারম্যান!

উল্লেখ্য, চেয়ারম্যান পদে ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র আওয়ামীলীগ সমর্থিত আহম্মদ আলী, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা, আ.লীগের মোঃ আঃ হান্নান মোল্যা, আওয়ামীলীগের সমর্থিত সতন্ত্র কামরুজ্জামান। বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান, মোঃ আকমল হোসেন, আ.লীগের মোঃ রেজাউল করিম। নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র মোঃ হাবিবুর রহমান, সালেহ মোঃ ওয়াজেদ আলী, বাদশা আলমগীর, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আ.লীগের মতিয়ার রহমান। নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের জহুরুল ইসলাম, সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল ওহাব মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম খান, একেএম আতাউর রহমান, একেএম কবিরুজ্জামান। বালিয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের মোঃ নায়েব আলী শেখ, সতন্ত্র কামরুজ্জামান, খন্দকার মশিউল আযম, মোঃ আলমগীর বিশ্বাস, জাফর আলী মিয়া। জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের কল্লোল কুমার বসু, সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইউসুফ বিশ্বাস। জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম ফরিদ হোসেন, সতন্ত্র ইউনুছ আলী সরদার, আয়নাল হক দেওয়ান, আবুল কালাম মন্ডল।

(একে/এসপি/নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test