E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ১৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ

২০২১ নভেম্বর ১১ ১৩:৫০:১১
জামালপুরে ১৫ ইউপিতে চলছে ভোটগ্রহণ

রাজন্য রুহানি, জামালপুর : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় ওই ইউপিগুলোতে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে চলছে ভোটের লড়াই।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

১৫ টি ইউপির মধ্যে শুধুমাত্র বাঁশচড়া ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। বাকি ইউপিতে ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে।

১৬৩ টি ভোটকেন্দ্রে জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষে মোট ৪ লাখ ৭শ' ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭শ' ৫৪ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার একজন।

চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৫৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদের ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫ ইউনিয়নের মধ্যে ইটাইল, বাঁশচড়া, রানাগাছা, দিগপাইত ও রশীদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন দিগপাইত ইউনিয়নের আলহাজ মো. মিজানুর রহমান, রানাগাছা ইউনিয়নে আ. জলিল, বাশচঁড়ায় আব্দুল জলিল, রশিদপুরে আব্দুল্লাহ আল-মামুন ঠান্ডা, ইটাইলে হাফিজুর রহমান স্বপন।

জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও ৩ হাজার ৭শ' ২৮ জন পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

(আরআর/এএস/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test