E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘জনগণ যেন প্রার্থী বাছাই করতে পারে’

২০২১ নভেম্বর ১১ ১৫:৩৬:২৩
‘জনগণ যেন প্রার্থী বাছাই করতে পারে’

স্টাফ রিপোর্টার : আগামী ২৩ ডিসেম্বর কর্ণফুলীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মাঝি হতে চান যুবলীগ নেতা মোঃ মুসা। ইতোমধ্যে তিনি জুলধা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভার্থী, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ীসহ নেতাকর্মীরা তা জানান দিচ্ছেন।

ইউনিয়নবাসীর দোয়া ও সর্মথন চেয়ে মোঃ মুসা বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই। তাই আসছে ইউনিয়ন নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাই। আমি বলব জনগণ যেন প্রার্থী বাছাই করতে পারে। সে সুযোগ তৈরি করতে হবে।’

যুবলীগ নেতা মুসা আরো বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এবং আমার প্রাণপ্রিয় নেতা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র একনিষ্ঠ কর্মী হিসেবে ছাত্ররাজনীতিতে পথচলা। পরে জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। বর্তমানে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে মাঠে সক্রিয় রয়েছি। এছাড়াও আমার পরিবারের সবাই আ.লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সবকিছু মিলে দল ও জনগণের চাহিদা অনুযায়ী আগামী ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’

নির্বাচিত হলে জুলধাকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। এমন কি সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর। আর আপিল নিষ্পত্তি ০৬-০৫ ডিসেম্বর। তবে প্রার্থিতা প্রত্যাহার ০৬-০৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

(জেজে/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test