E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে কেন্দ্র স্থগিত ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে ১৫ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

২০২১ নভেম্বর ১১ ১৮:৪৬:২৭
জামালপুরে কেন্দ্র স্থগিত ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে ১৫ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন

রাজন্য রুহানি, জামালপুর : কয়েকটি কেন্দ্রে ধাওয়া-ধাওয়ি, মারধর ও একটি কেন্দ্র স্থগিতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ।

সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। সকালে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। তবে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাজপুর, তুলশীরচর ও মেষ্টা ইউনিয়নে কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া বাকি ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মেষ্টা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারমান প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর চেয়ারমান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই ইউনিয়নের বুখুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। এছাড়া মেষ্টা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ ভোট বর্জন ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

জামালপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল আলম জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সুষ্ঠু, সুন্দর অবাধ নিরপেক্ষভাবে ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে।

উল্লেখ্য, সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ১৬৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৫৫জন। ১৫টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সংরক্ষিত আসনে ১৮৪ জন ও সাধারণ আসনে ১৪২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ খবর লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test