E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের দোয়া মাহফিল 

২০২১ নভেম্বর ১১ ২২:২৭:১৬
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের দোয়া মাহফিল 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চরজুবলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক সহকারি অধ্যাপক মাওলানা মোঃ আবুল হোসেন, সহকারী গ্রন্থাগারিক গাজী আলী আকবর ও অফিস সহকারি বাবু চিন্ময় কুমার দাস এর বিদায় সংবর্ধনা, দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

চরজুবলী রব্বানীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ন সচিব মোঃ হানিফ, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, রায়পুর সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ এডভোকেট ওমর ফারুক, চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা লক্ষীপুর অধ্যক্ষ মাওলানা রহুল আমিন কামাল, চরজুবলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার
সাবেক উপাধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার, একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না, শিক্ষায় জাতির মেরুদন্ড, জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test