E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জে সাত ইউনিয়নে আ.লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

২০২১ নভেম্বর ১২ ১৭:৪৯:০০
সিরাজগঞ্জে সাত ইউনিয়নে আ.লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সাতটিতে ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে তিনজন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাগবাটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ২৬ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান ডেভিট মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার ৭৯ ভোট।

খোকশাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বর্তমানে চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা ১০ হাজার আট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মনজুর রহমান বকুল আনারস প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪৩৯ ভোট।

শিয়ালকোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা ১৫ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট।

কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সবুর শেখ নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৯৪ ভোট।

বহুলী ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন আনারস প্রতীকে ছয় হাজার ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৯০ ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারী তালুকদার ঘোড়া প্রতীকে পেয়েছেন চার হাজার ৫৯৭ ভোট।

উল্লেখ্য, এ নির্বাচনের আগে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সয়দাবাদ ইউনিয়নের আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম, ছোনগাছা ইউনিয়নে মোহাম্মদ আলী জিন্নাহ ও রতনকান্দি ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন।

(আই/এসপি/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test