E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৯ দিন পর বাড়ি ফিরলেন সেই আকিব

২০২১ নভেম্বর ১৯ ১৪:৫১:২৪
১৯ দিন পর বাড়ি ফিরলেন সেই আকিব

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব টানা ১৯ দিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাড়ি পাঠানো হয়েছে। ৩০ অক্টোবর আহত হওয়ার পর থেকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আকিব।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ন কবীর বলেন, আকিবকে রিলিজ দেওয়া হয়েছে। সে ভালো হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তার বাবা এসেছিল। তিনিই সঙ্গে করে নিয়ে গেছেন।

তিনি বলেন, বাকি চিকিৎসা আমরা পরামর্শ দিয়ে দিয়েছি। এক-দেড় মাস পরে আরেকটা ছোট অপারেশন লাগবে। সেটা আমরা করব। মেডিকেল বোর্ড করে সব ডাক্তাররা দেখেছেন সে সুস্থ আছে। আমি ছিলাম। দেখেছি সে নরমাল অবস্থায় আছে। তাই বাড়ি গেছে।

কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। তিনি চমেক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনের বেলা চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন প্রতিপক্ষের আঘাতে মারাত্নক আহত হন আকিব। চিকিৎসকরা তখন জানান, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। ওই হাড় আরেকটি অপারেশনের মাধ্যমে আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানান চিকিৎসকরা।

(জেজে/এসপি/নভেম্বর ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test