E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ২

২০২১ নভেম্বর ২২ ১৭:৪২:৫৮
সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় অভিযুক্ত সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ ফকির ও বিএনপি কর্মী সুলতান মিয়াকে আটক করা হয়েছে।

নাশকতা সৃষ্টির অভিযোগে এসআই মোর্শেদ আলম বাদী হয়ে সোমবার (২২ নভেম্বর) সরিষাবাড়ী থানায় মামলাটি করেছেন। পৌর বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে মামলায় ১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক জানান, 'বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এ মামলা করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে, বাকীদের ধরতে অভিযান চলছে।'

এদিকে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম অভিযোগ করেন, 'রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আরামনগরস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়। একইসময় আওয়ামী লীগের একটি অংশ মিছিল নিয়ে আরামনগর বাজারে ঢুকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিএনপির কার্যালয় তছনছ করে অনুষ্ঠানের চেয়ার, মাইক ও ৬টি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায়।'

(আরআর/এএস/নভেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test