E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ১ বছরে আয়করদাতা বৃদ্ধি পেয়েছে ৯৯৫ জন

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১৮:৩৮:২৮
ফরিদপুরে ১ বছরে আয়করদাতা বৃদ্ধি পেয়েছে ৯৯৫ জন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে গত ১ বছরে আয়করদাতার সংখ্যা বেড়েছে মাত্র ৯৯৫ জন। এ নিয়ে জেলায় আয়করদাতার মোট সংখ্যা মাত্র ৯ হাজার ৯৪২ জন। ফরিদপুরে হাতেগোনা দু’একজন ব্যক্তিমালিক রয়েছেন যাদের নিকট থেকে সর্বোচ্চ আয়কর পাওয়া যায় ৫০ হাজার টাকার মতো। এর বাইরে অধিকাংশ করদাতাই সর্বনিম্ন আয়কর প্রদান করেন। শহর এলাকায় সর্বনিম্ন আয়করের পরিমাণ ২ হাজার টাকা এবং শহরের বাইরে উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা।

জানা যায়, বিদায়ী অর্থ বছর অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে ৪টি সার্কেলে বিভক্ত ফরিদপুর কর অঞ্চলে আয়কর আদায় হয়েছে লক্ষ্যমাত্রার ৭৬ ভাগ। গত অর্থ বছরে আয়কর আদায়ের লক্ষমাত্রা ধার্য্য করা হয়েছিল ৫২ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে ফরিদপুর সদরের একাংশ ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত করসার্কেল-৬৯ এ ৪০ কোটি ৬৯ লাখ টাকার লক্ষ্যমাত্রার স্থলে আদায় হয়েছে ৩৪ কোটি টাকা, সদরের ৭,৮ ও ৯নং ওয়ার্ডসহ সদরপুর ও বোয়ালমারী উপজেলা নিয়ে গঠিত করসার্কেল-৬৫ এ ৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার স্থলে আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ টাকা, ভাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত করসার্কেল-৬৬ তে ৪ কোটি টাকার স্থলে আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা এবং নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত করসার্কেল-৫৮তে সাড়ে ৩ কোটি টাকার লক্ষমাত্রার স্থলে আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করসার্কেল-৬৯ এ গত বছর নতুন করে আয়করদাতা হিসেবে নামভুক্ত করা ১৬২ জন আয়করদাতাকে নিয়ে মোট করদাতা দাড়িয়েছেন ৩ হাজার ৬৩৭ জন। করসার্কেল-৫৮ তে নতুন ৪২৭ জন আয়করদাতা নিয়ে মোট করদাতা ৩ হাজার ৫৪ জন। করসার্কেল-৬৫ তে নতুন ২শ’ আয়করদাতাকে নিয়ে মোট আয়করদাতা ২ হাজার ৩৪৬ জন এবং করসার্কেল-৬৬ তে নতুন ৪২৭ জনকে নিয়ে মোট করদাতা ৯০৫ এ দাড়িয়েছে।

অবশ্য ফরিদপুর কর অঞ্চলের সহকারী পরিচালক মো: সাজ্জাদ আলী চৌধুরী দাবি করেন, ফরিদপুর জেলার ৪টি কর সার্কেলের মাধ্যমে আদায়কৃত আয়করের পরিমাণ সন্তোষজনক। বিদায়ী অর্থ বছরে তার আগের বারের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি অর্থাৎ ৭৭ ভাগ আয়কর আদায় হয়েছে। সাধারণ মানুষকে আয়কর প্রদানে উৎসাহিত করতে শহরের টাউন থিয়েটার হলরুমে আগামীকাল বুধবার ১ দিনের আয়কর মেলার আয়োজন করা হয়েছে।

(আরআইআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test