E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন জমা দিতে ব্যস্ত প্রার্থীরা

২০২১ নভেম্বর ২৫ ১৬:৫১:১৭
ঠাকুরগাঁওয়ে মনোনয়ন জমা দিতে ব্যস্ত প্রার্থীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : মসজিদে মিলাদ পড়িয়ে, কেউ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে এসেছেন। কেউ আবার গুরুজনদের আশীর্বাদ নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন। কেউ আবার দলীয় পার্টির সতীর্থদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন যত এগিয়ে এসেছে, ততই এমন দৃশ্য দেখা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন অফিসে। কারণ, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদরের বিশটি ইউনিয়ন পরিষদের ভোট হবে। আজ ২৫ নভেম্বর মনোনয়ন জমার শেষ দিন। সে জন্য মনোনয়ন পত্র জমা দিতে ব্যস্ত প্রায় সব দলের প্রার্থীরা।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, চতুর্থ ধাপে এই ২০টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন যাছাই-বাচাই আগামী ২৯ নভেম্বর, প্রত্যাহার ০৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ০৭ ডিসেম্বর।

চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা দলের লোকজন সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল সহকারে শহরে ঢুকছেন এবং জমা দিচ্ছেন মনোনয়নপত্র। স্বতন্ত্র ও ইউপি সদস্য পদের প্রার্থীরাও লোক সমাগমে পিছিয়ে নেই। লোক সমাগম কমানোর জন্য উপজেলা পরিষদের গেটে পুলিশ দ্বায়িত্ব পালন করছে, হিমসিম খেতে হচ্ছে তাদেরও। সবমিলিয়ে শহর লোকে লোকারণ্য। হোটেলসহ চা, পানের দোকান গুলোতেও উপচে পড়া ভীর। আজ দুপুরে আওয়ামীলীগ মনোনীত ০১ নং রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে গত রুহিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব রুহিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন।

ইতিমধ্যেই উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পেশ করেছেন ঠাকুরগাঁও সদরের ০১ নং রুহিয়া ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক।

বুধবার নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেছেন ০২ নং আখানগর ইউনিয়ন আওয়ামী মনোনীত প্রার্থী আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোমান বাদশা। ওই ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাফেজ মােঃ মজিবুর রহমান মনোনয়ন পত্র জমা দেন।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সেন মনোনয়ন জমা করেছেন। আরও জমা করেছেন ওই ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও।

রাজাগাঁও ইউনিয়ন থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিতে আসা আইয়ুব আলী জানান, স্থানীয় নির্বাচন গ্রামাঞ্চলে উৎসবের মতো। পোস্টার টাঙানো, পুলি বৈঠক, পাড়ায় পাড়ায় মিছিল করা, শুভাকাঙ্ক্ষীর পক্ষে মনোনয়ন জমা দিতে আসা আমাদের জন্য অনেক আনন্দ ও উল্লাসের।

আজ সকালে ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম সরকারের পক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার মনোনয়ন জমা করেন। প্রার্থী খাদেমুল ইসলাম সরকার জানান, বাড়িতে মিলাদ পড়িয়ে বাবা সহ স্থানীয় মুরুব্বিদের দোয়া নিয়ে মনোনয়ন দাখিল করতে এসেছি।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, চতুর্থ পর্যায়ে ঠাকুরগাঁও সদরের বিশটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আজ বিকেল চারটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

(এফআর/এসপি/নভেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test