E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলীতে এক পদে ১২ প্রার্থী, কে কী বলেছেন!

২০২১ নভেম্বর ২৬ ১৫:২৮:৫০
কর্ণফুলীতে এক পদে ১২ প্রার্থী, কে কী বলেছেন!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নে এক পদে (চেয়ারম্যান) ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন ও বিএনপি সমর্থিত ২ জনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলায়মান তালুকদার বলেন, ‘দীর্ঘদিন যাবত আওয়ামী যুব লীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম। সব সময় এলাকার জনগণের পাশে ছিলাম। দল থেকে এবার বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জনগণ চাইলে চরলক্ষ্যাকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’

একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘আমি সারাটা জীবন চরলক্ষ্যার মানুষের পাশে থেকে কাজ করে গেছি। যিনি ডেকেছেন তাকেই সাড়া দিয়েছি। আমার ইউনিয়নে এখনো অনেক কাজ বাকি আছে। যে কাজ গুলো আমি শেষ করতে চাই। আমার এলাকার মানুষও চান আমি আবারো তাদের জনপ্রতিনিধি হই। তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে এলাকার অসমাপ্ত কাজ শেষ করে যেতে চাই।’

শিকলবাহা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান বলেন, ‘দলীয় ভাবে আমাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা হলো ইউনিয়নের মানুষের পাশে থাকার। আমি চেষ্টা করব আমার ইউনিয়নের সাধারণ মানুষের সুখে দুঃখে থেকে কাজ করে যেতে। পাশাপাশি শিকলবাহাকে মাদকমুক্ত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই।’

শিকলবাহা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘দলীয় ভাবে মনোনয়ন না পাওয়ায় এবার নির্বাচন করতে আগ্রহী ছিলাম না। কিন্তু ইউনিয়নবাসীর প্রবল চাপের মুখে নির্বাচনে অংশ নিতে বাধ্য হচ্ছি। এলাকার জনগণের প্রতি আমার যে দায়িত্ববোধ এবং এলাকার উন্নয়নে যে ভূমিকা রয়েছে তারই প্রতিদান হিসেবে জনগণ আমাকে আবারও প্রার্থী হিসেবে চাচ্ছেন। আমি তাদের আশা পূরণ করতে চাই।’

জুলধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাজী মুহাম্মদ নুরুল হক বলেন, ‘আমি আগেও আমার এলাকার জন্য কাজ করেছি। ছাত্রজীবন থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার ইউনিয়নের জনগণ আমাকে ভালোবেসে এর আগেও নির্বাচিত করেছেন। আশা করি এবারও আমার এলাকার জনগণ তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন। অতীতে আমি একটি মাধ্যমিক স্কুল করেছিলাম। আমার স্বপ্ন এলাকায় শিক্ষার প্রসারে একটি কলেজ প্রতিষ্ঠা করা।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ বলেন, ‘জুলধা ইউনিয়নে পরিকল্পিত ভাবে উন্নয়নমূখী প্রকল্পের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন এর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। আগেও যেভাবে কাজ করেছি তারচেয়ে বেশি উদ্যোমে কাজ করে জুলধাকে কর্ণফুলী উপজেলার সেরা ইউনিয়নে পরিণত করতে চাই।’

জুলধা ইউনিয়নে আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-সম্পাদক মোঃ মুছা বলেন, ‘জনগণ পুরাতন কবিতা আর শুনতে চায় না। নতুন কাউকে চায়। উন্নয়ন ও পরিবর্তন চায়। যা আগামী ২৬ ডিসেম্বর সুষ্ঠু নির্বাচন হলে ব্যালটে প্রমাণ করে দেবে। এলাকার জনগণের প্রতি আমার সে প্রত্যাশা আছে।’

বড়উঠান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘গত এক দশক যাবত আমি বড়উঠানবাসীর সেবা করে আসছি। তাদের বিপদে আপদে পাশে থেকেছি। এলাকার উন্নয়নে কাজ করেছি। এবারও যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন করতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি আমার ইউনিয়নবাসী আমাকে এবারও নির্বাচিত করবেন। আমি অতীতের মতো উন্নয়নের ধারা অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা করব (ইনশাল্লাহ)।

বড়উঠান ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের এর চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুদ্দিন বলেন, ‘কর্ণফুলীর চার ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একমাত্র প্রার্থী হলাম আমি। সুতরাং আমি নির্বাচিত হলে অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করব। এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করব।’

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ হবে ২৬ ডিসেম্বর।

(জেজে/এসপি/নভেম্বর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test