E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে ৫ ইউপি ও ১ পৌরসভায় ভোট চলছে

২০২১ নভেম্বর ২৮ ১০:২৯:২০
নোয়াখালীতে ৫ ইউপি ও ১ পৌরসভায় ভোট চলছে

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : তৃতীয় ধাপে আজ নোয়াখালীল সেনবাগ পৌরসভার নয়টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরতীহিনভাবে সেটি শেষ হবে বিকেলে ৪ টায়। সেনবাগ পৌরসভার নয়টি কেন্দ্রে এবং ৫টি ইউনিয়নের মোট ৫০টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এরমধ্যে সেনবাগ পৌরসভার নয়টি ও ছাতারপাইয়া ইউনিয়নের নয়টিসহ মোট ১৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, সেনবাগ পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৭৭৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৮২৮জন নারী ভোটার ৭ হাজার ৯৪৯ জন। সেনবাগ পৌরসভায় মোট ৯ ওয়ার্ডে মেয়র পদে লড়ছেন ৩ জন। সংরক্ষিত(মহিলা) পদে লড়ছেন ১১ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিল পদে লড়ছেন ৩২ জন। পৌরসভায় মেয়র,কাউন্সিল, সংরক্ষিত কাউন্সিল পদে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন।

নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৫৯টি নির্বাচনী কেন্দ্রে ২৯৮ জন পুলিশ, ১৯টি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং ফোর্স, সাতটি স্পেশাল স্ট্রাইকিং ফোর্স, জেলা গোয়েন্দা শাখার চারটি টিম, পাঁচটি চেকপোস্ট এবং চারটি স্ট্যান্ড বাই টিম, ওসিদের একটি টিম এবং সিনিয়র অফিসারদের পাঁচটি টিমে মোট ৬৫৬ জন পুলিশ কর্মকর্তা নিযুক্ত রয়েছে। এছাড়া ৯২৯ জন আনসার, র‍্যাবের ৩৭ জন এবং বিজিবির ৮৩ জন সদস্য একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test