E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ঘাটাই‌ল পৌর নির্বাচনে নৌকার এজেন্ট‌ ব‌হিষ্কার

২০২১ নভেম্বর ২৮ ১৬:৫০:০৪
ঘাটাই‌ল পৌর নির্বাচনে নৌকার এজেন্ট‌ ব‌হিষ্কার

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাই‌লের ঘাটাই‌ল পৌরসভা নির্বাচনে জোরপূর্বক নৌকা প্রতীকে ভোট নেওয়ার অভিযোগে এ‌জেন্ট‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

রবিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসভার ঝড়কা এমএ সাত্তার খান ম‌ডেল বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফরউল্লাহ ব‌লেন, পুরুষ ওয়া‌র্ডের ৩ নম্বর ক‌ক্ষে এ‌জেন্ট হৃদ‌য়ের বিরু‌দ্ধে জোরপূর্বক নৌকা প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ করেন আরেক প্রার্থীর এ‌জেন্ট। এ কারণে তাকে ব‌হিষ্কারের পর কেন্দ্র থে‌কে বের ক‌রে দেওয়া হ‌য়েছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন ব‌লেন, ভোটাররা ঠিকভা‌বেই তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌ছে। ই‌ভিএ‌মে ভোট গ্রহণ হওয়ায় কিছুটা বিলম্ব হ‌চ্ছে। কে‌ন্দ্রের ভেতর যতক্ষণ ভোটার থাক‌বে ততক্ষণ ভোট চল‌বে।

(এসএম/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৬ জানুয়ারি ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test