E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মাঠে ট্রাফিক পুলিশ 

২০২১ নভেম্বর ২৮ ১৮:২৮:০৬
টাঙ্গাইলে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মাঠে ট্রাফিক পুলিশ 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল ফিটনেসবিহীন ও কাগজপত্র ত্রুটিপূর্ণ যানবাহন আটক করতে মাঠে নেমেছে জেলা ট্রাফিক পুলিশ।

শনিবার টাঙ্গাইল শহরের পুরাতন ও নতুন বাসস্ট্যান্ড, আশেকপুর ও বৈল্যা এলজিইডি মোড়সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে ফিটনেস বিহীন ও কাগজপত্র ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এরশাজুল হক বলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশে শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সর্বদাই দায়িত্ব পালন করছে। বিভিন্ন পয়েন্টে তারা নিয়োজিত থেকে ফিটনেস বিহীন ও কাগজপত্র ত্রুটিপূর্ণ গাড়িগুলো আটকসহ তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন জানান, রেজিষ্ট্রেশন বিহীন ও কাগজপত্র ত্রুটিপূর্ণ মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহন আটক ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

(এসএম/এসপি/নভেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test