E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে চারটিতে নৌকা ও তিনটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী 

২০২১ নভেম্বর ২৯ ১৭:৩৩:৪৫
বালিয়াকান্দিতে চারটিতে নৌকা ও তিনটিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী 

এ কে আজাদ, রাজবাড়ী : ৩য় ধাপের অনুষ্ঠিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এ উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) পেয়েছে ৪ টি তে বিজয় এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছে ৩টি তে। 

উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৬৯ হাজার ৫৮৪ টি। এর মধ্যে ৮৬ হাজার ৪১৬ টি পুরুষ এবং ৮৩ হাজার ১৬৮ টি মহিলা ভোটার রয়েছে। উপজেলার ৭ ইউনিয়নে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে।

উপজেলা রিটাইনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান এর দেওয়া তথ্য মতে, বালিয়াকান্দি সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর বিশ্বাস (আনারস) ভোট ৪৯৯৯ পেয়ে বিজয় হয়েছেন। নিকটতম আওয়ামীলীগের মনোনীত মোঃ নায়েব আলী শেখ (নৌকা) ৪৯৮৮ ভোট, সতন্ত্র কামরুজ্জামান (মোটরসাইকেল) ১১৯ ভোট, বিএনপি সমর্থিত খন্দকার মশিউল আযম (ঘোড়া) ৩৭১০ ভোট, বিএনপি সমর্থিত জাফর আলী মিয়া (চশমা) ৩৪৪০ ভোট।

ইসলামপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আহম্মদ আলী (আনারস) ১১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামীলীগ মনোনীত মোঃ আঃ হান্নান মোল্যা (নৌকা) ৬৯৬৪ভোট, জাতীয় পার্টির মোঃ টুটুল মোল্যা (লাঙ্গল) ৩৬৬ ভোট।

বহরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত মোঃ রেজাউল করিম (নৌকা) ১০৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামীলীগ সমর্থিত সতন্ত্র খলিলুর রহমান খান (মোটর সাইকেল) ১০২৪০ ভোট।

নবাবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র বাদশা আলমগীর (আনারস) ৭২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ হাবিবুর রহমান (চশমা) ১০২৭ ভোট, সালেহ মোঃ ওয়াজেদ আলী (অটোভ্যান) ১২৬১ভোট, আবুল হোসেন (ঘোড়া) ৪৫৬৫ ভোট, বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম (মোটর সাইকেল) ৪৯৮৫ ভোট, আওয়ামীলীগ মনোনীত মতিয়ার রহমান (নৌকা) ৩৬৪৫ ভোট।

নারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত জহুরুল ইসলাম (নৌকা) ৬৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সতন্ত্র মোঃ আবুল কালাম আজাদ (আনারস) ২৮৮১ ভোট, বিএনপি সমর্থিত মোঃ আব্দুল ওহাব মন্ডল (মোটরসাইকেল) ৪৮১৮ ভোট, স্বতন্ত্র একেএম আতাউর রহমান (চশমা) ৩৪ ভোট, একেএম কবিরুজ্জামান (ঘোড়া) ১৭৬৯ ভোট।

জঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত কল্লোল কুমার বসু (নৌকা) ৭৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম সতন্ত্র নৃপেন্দ্রনাথ বিশ্বাস (আনারস) ৪৯৫৯ ভোট, বিএনপি সমর্থিত ইউসুফ বিশ্বাস (মোটরসাইকেল) ১৭৪ ভোট।

জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত একেএম ফরিদ হোসেন (নৌকা) ১১০৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম সতন্ত্র ইউনুছ আলী সরদার (মোটরসাইকেল) ৭৩৭১ভোট, বিএনপি সমর্থিত আয়নাল হক দেওয়ান (আনারস) ৭৭৭ ভোট, আবুল কালাম মন্ডল (চশমা) ৩৬ ভোট।

(একে/এসপি/নভেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test