E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালুখালিতে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিক নিয়ে পেলেন ২৭৫ ভোট

২০২১ নভেম্বর ২৯ ১৯:১৫:১৯
কালুখালিতে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতিক নিয়ে পেলেন ২৭৫ ভোট

এ কে আজাদ,  রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালি উপজেলার মদাপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) নিয়ম অনুযায়ী মোট ভোটের ১২ শতাংশ না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রবিবারের অনুষ্ঠিত ৩য় ধাপের নির্বাচনে এ বি এম রোকনুজ্জামান (নৌকা) প্রতিকে ২৭৫ ভোট পান।এ ইউনিয়নে সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪ অব্দি বিরামহীন ভাবে ভোট প্রদান করেন জনগণ। মোট ১৫ হাজার ৪৬৪ জন ভোটারের মধ্যে মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ১১ হাজার ৬৩৪ টি।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন প্রতিন্ধিতা করেন। আওয়ামীলীগ বিদ্রোহী জেলা পরিষদের সদস্য ও সদ্য উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজনু (মোটরসাইকেল) প্রতিকে ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম (আনারস) প্রতিকে ৪ হাজার ৪১৫ ভোট পান।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান নবাব বিনাপ্রতিন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

রতনদিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত মেহেদী হাসিনা পারভীন নিলুফা (নৌকা) ১০ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত আবুল কাশেম মন্ডল (আনারস) প্রতিকে ৬ হাজার ৭৪৯ ভোট পেয়েছেন।

মাঝবাড়ি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজী শরিফুল ইসলাম (নৌকা) ৬ হাজার ৬৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ'লীগ বিদ্রোহী মোঃ ইউসুফ হোসেন (আনারস) প্রতিকে ৫ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

সাওরাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শহিদুল ইসলাম আলী (নৌকা) ৮ হাজার ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আ'লীগ বিদ্রোহী গোলাম সারোয়ার ঠান্ডু (মোটরসাইকেল ) প্রতিকে ৭ হাজার ১১১ ভোট পেয়েছেন।

মৃগী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ মতিন (নৌকা) প্রতিকে ৬ হাজার ৮৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী আ'লীগ বিদ্রোহী সরদার হাসিবুল হক তুহিন (মোটরসাইকেল) প্রতিকে ৫ হাজার ৭৬৫ ভোট পেয়েছেন।

বোয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী মোঃ রফিকুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিকে ৬ হাজার ৭৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হালিমা বেগম (নৌকা) প্রতিকে ৫ হাজার ৫৭৫ পেয়েছেন।

(একে/এএস/নভেম্বর ২৯, ২০২১)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test