E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

২০২১ নভেম্বর ৩০ ১৮:৩৭:৫০
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : শোভারামপুর দাস পাড়া নিবাসী অটোচালক সুব্রত কুমার দাস এর উপর সন্ত্রাসীদের আক্রমণ ও হত্যা চেষ্টার বিরুদ্ধে এবং শাস্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মঙ্গলবার ৩০ নভেম্বর সকাল দশটায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শোভারামপুর দাসপাড়া এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বাসিন্দা সজল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে গত ১৯ নভেম্বর শুক্রবার ভোর ৬ টার দিকে ফরিদপুর অটোচালক সুব্রত কুমার দাস এর উপর সন্ত্রাসীদের নৃশংস হত্যা চেষ্টার বিরুদ্ধে ও শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন-তপন কুমার দাস, তাপস দাস,সজীব দাস, অঞ্জলি দাস, সুরেশ চন্দ্র দাস এছাড়া এলাকার বিভিন্ন লোকজন। মানববন্ধনে যারা সুব্রতকুমার দাস কে নিশংস ভাবে হত্যার চেষ্টা করে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test