E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে জ্ঞানের আলো ট্রাস্ট কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা 

২০২১ নভেম্বর ৩০ ১৮:৪৩:০৭
ফরিদপুরে জ্ঞানের আলো ট্রাস্ট কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি মোহাম্মদ সাইফুল কবির এর সভাপতিত্বে আজ মঙ্গলবার ৩০ নভেম্বর সকাল সাড়ে দশটায় জ্ঞানের আলো ট্রাস্ট কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান ও মিট দ্য ডিসি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ জনাব অসীম কুমার সাহা, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, বাকি গঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান, সহ জেলার বিভীন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এ সময় জেলার তিনজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। এরা হলেন সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব রেজভী জামান, ফরিদপুর সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক জনাব অপূর্ব কুমার দাস, ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জনাব সুবর্ণা রায় লিপা। পরে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকেরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

তাদের নান্দনিক উপস্থাপনা,শিক্ষার্থীদের নিবিড় ভাবে শিক্ষা প্রদান ও করোনা কালীন সময়ে অনলাইনে শিক্ষা প্রদানের কৃতিত্ব স্বরূপ তাদের এই পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেকুজ্জামান।

(ডিসি/এসপি/নভেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test