E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এসপির প্রত্যাহার চাইলেন সাংবাদিকরা

২০২১ ডিসেম্বর ০৪ ১৩:৫১:২২
জামালপুরে এসপির প্রত্যাহার চাইলেন সাংবাদিকরা

রাজন্য রুহানি, জামালপুর : সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকির প্রতিবাদে এসপি মো. নাছির উদ্দীন আহমেদের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১ ও ঘাতক দালাল নির্মুল কমিটি এতে অংশ নেয়।

জামালপুর জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ২৪ ঘন্টার মধ্যে ওই এসপিকে প্রত্যাহারের দাবি করে সাংবাদিকরা জানান, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য ডাকেন ওই এসপি। এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান উপস্থিত না হওয়ায় এসপি ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। এঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, জামালপুর ঘাতক দালাল নির্মুল কমিটির আহ্বায়ক মুক্তা আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোস্তফা মনজু, বজলুর রহমান, জাহিদ হাবিব, মুখলেছুর রহমান লিখন, আনোয়ার হোসেন মিন্টু, নুরুল হক জঙ্গী, শওকত জামান, ফজলে এলাহী মাকাম, সুলতান আলম, মাহফুজুর রহমান, শাহ্ জামাল প্রমুখ।

মানববন্ধনে সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test