E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে অপহৃত শিশু উদ্বার, গ্রেফতার ১

২০২১ ডিসেম্বর ০৪ ২২:৪৯:৪১
মৌলভীবাজারে অপহৃত শিশু উদ্বার, গ্রেফতার ১

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : শ্বাসরুদ্ধকর অভিযানে মাত্র ২৪ ঘন্টার মাথায় মৌলভীবাজারের রাজনগর থেকে অপহরণকৃত ২২ মাসের শিশু ছাইফকে সিলেটের ওসমানীনগর থেকে উদ্ধার ও অপহরণে জড়িত মূল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাজনগর থানা পুলিশ।

গত শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুর বাজারের কদমতলা এলাকা থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশের একটি চৌকস দল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের জাবেদ আহমেদের বাড়িতে তার আপন ভাই ওমান প্রবাসী জায়েদ আহমেদের বন্ধু পরিচয়ে দু'জন লোক বাসায় ঢুকে। এরপর সুযোগ বুঝে পরিবারের অজান্তে প্রাইভেট কারে করে শিশু ছাইফকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার পর জাবেদ আহমেদ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে গুরুত্বের সাথে তদন্তে নামে পুলিশ। তদন্তে একটি অজ্ঞাতনামা ফোন কলের সূত্র ধরে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমানের নির্দেশনায় রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূর উদ্দিন এর নেতৃত্বে রাজনগর থানা পুলিশের একটি দল সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের কদমতলা এলাকায় অভিযান চালায়। এসময় অপহৃত শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অপহরণে জড়িত রোয়েনা আক্তার রিয়া (২১) নামে এক তরুণীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত ওই তরুণী ওসমানীনগর উপজেলার পশ্চিম রুকনপুর গ্রামের মৃত কনাই মিয়ার মেয়ে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত শিশু ছাইফকে রাজনগর থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুর উদ্দিন জানান,শিশুটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা ছিলো বড় একটা চ্যালেঞ্জ। উদ্ধার করতে গিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে এবং সফল অভিযান শেষে শিশুটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হই।

(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test