E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাত, রবি শষ্যের ক্ষতি

২০২১ ডিসেম্বর ০৬ ১৮:২২:০৯
বরিশালে জাওয়াদের প্রভাবে বৃষ্টিপাত, রবি শষ্যের ক্ষতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে জেলায় গত দুইদিন থেকে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার সড়কগুলোতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পরতে হচ্ছে অফিসগামী ও সাধারণ মানুষকে।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে নদ-নদী গুলোতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি বৃদ্ধি পেয়েছে। অবিরাম ভাড়ি বর্ষনে উঠতি আমন ধান, বোরো বীজ, পানবরজ, রবিশষ্য ও শীতকালীন সবজি ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া অবিরাম বৃষ্টির কারণে মানুষ ছিল ঘরমুখী। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির নিরুপনের জন্য কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test