E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু 

২০২১ ডিসেম্বর ০৯ ১৬:৩৫:৪০
পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু 

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের পাঁচ উপজেলা ও একটি পৌরসভার এক লাখ ৫৩ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে।চলবে চার দিনব্যাপী। এ সময়ে জেলার এক হাজার ৭৭ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৪০৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৩৬ হাজার ৪৭৬ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অবহিত করণ সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।

তিনি জানান, এক লাখ ৫৩ হাজার ৮৭৯ জন শিশুর মধ্যে সদর উপজেলায় ২৪১ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী চার হাজার ১০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৭০৩ জন, আটোয়ারী উপজেলায় ১৪৫ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এক হাজার ৭৪৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬ হাজার ৪৪৪ জন, বোদা উপজেলায় ২৪১ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী চার হাজার ২০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৪৭৫ জন, দেবীগঞ্জ উপজেলায় ২৪১ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী চার হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৫০০ জন এবং তেঁতুলিয়া উপজেলায় ১৬৯ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী দুই হাজার ৩৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৫০০ জন। এছাড়া পঞ্চগড় পৌরসভার ৪০ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৯৫ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী পাঁচ হাজার ৮৫৪ জন।

ডা. তোফায়েল বলেন, এ কর্মসূচি সফল করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো শিশু যাতে বাদ না পড়ে সে লক্ষ্যে সাধারণ জনগণকে জানানো হচ্ছে।

(এআর/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test