E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত ৩০

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৮:২০:০০
নবীগঞ্জে জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে নবীগঞ্জ উপজেলা সদরের ওসমানী সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় পুলিশ জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করেছে। আহতদের মধ্যে আব্দুল হক (৬০) নামে এক ব্যক্তিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে দুপুর ২টায় জেলা জামায়াত সেক্রেটারি মুশাহীদ আলীর নেতৃত্বে জামায়াত-শিবির নেতাকর্মীরা নবীগঞ্জ শহরের ওসমানী সড়ক এলাকায় মিছিল বের করে। একপর্যায়ে মিছিলকারীরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

আহতদের মধ্যে মহিবুর রহমান (২৪), মাহবুবুর রহমান (৪০), জগত সিংহ (২৭), বদরুজ্জামান (৩০), সাজু মিয়া (২৩), রুবেল (২৫), খালেদ (২০), পারভেজ (২৩), মুশাহীদ আলী (৩৫) ও আউয়াল মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম (৪০), কনস্টেবল আলাউদ্দিন আহমেদ (৩৮) ও কনস্টেবল নাসির উদ্দিনসহ (৩৫), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাস রানাকে (৪০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জের এএসপি উত্তর নাজমুল ইসলাম জানান, সাঈদীর রায়কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

(পিডিএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test