E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ

২০২১ ডিসেম্বর ১১ ১৭:১৪:৫৫
পঞ্চগড়ে এমপির পিএস পরিচয়ে প্রতারণার ফাঁদ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা সদরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গলেহাহাট ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন আলীকে সরকারি খরচে এমপি'র কোটায় হজ্জে পাঠানোর নামে প্রতারনার ফাঁদ পেতে ছিলো প্রতারকরা। ঘটনাটি আজ ১১ ডিসেম্বর সকাল ১০টার।

অধ্যক্ষ জানান, "আজ সকাল ১০টার দিকে ০১৮৮৬৩৬৫২৮১ নম্বর থেকে একব্যক্তি আমাকে ফোন করে জানান, আমি এমপি'র পিএস বলছি। আপনার জন্য সুখবর আছে,তখন আমি জানতে চাই ,কি সুখবর? তখন ওই ব্যক্তি বলেন এমপি সাহেব আপনাকে সরকারি খরচে হজ্জে পাঠানোর তালিকায় এক নম্বরে রেখেছেন, আমি জবাব দেই, আমাকে কি করতে হবে, তখন তিনি বলেন খাতা কলম নিন, লেখুন ০১৮৮৬৬৯০৯২২ নম্বর। লেখেছি, বলা মাত্র ওই ব্যক্তি বলেন, উনি একজন সচিব, যা করতে বলেন, তা করুন। পরে আমি তাঁর নম্বরে ফোন করলে তিনি তাঁর নম্বরে দ্রুত সাত হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। আমি বিষয়টি তাৎক্ষণিক আমার প্রতিষ্ঠানে কর্মরত এক প্রফেসরকে জানাই। তখন তিনি তাদের দেওয়া দুটি নম্বর ফোন দিয়ে নিশ্চিত হোন এরা প্রতারক।

(এআর/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test