E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইত্তেসাল ফাউন্ডেশন ও নৌফ’র যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

২০২১ ডিসেম্বর ১৬ ১৭:০২:২৬
ইত্তেসাল ফাউন্ডেশন ও নৌফ’র যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : 'রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি'  এই মন্ত্রকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইত্তেসাল ফাউন্ডেশন এবং নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম(নৌফ) এর যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ রক্তদানে উৎসাহ দেয়া ও করোনা ভাইরাসের টিকা নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রসা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৩ টায়।

এসময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ রক্তদানে উৎসাহ দেয়া ও করোনা ভাইরাসের টিকা নিবন্ধন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইত্তেসাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাসিব সরকার, সহসভাপতি মোঃ মাহদী হাসান,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, অর্থসম্পাদক মোঃ সাইফ খান সহ উক্ত সংগঠননের অন্যান্য সদস্যবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিনহাদ, মামুন, শাওন, সিয়াম, মিতুল ছাড়াও নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরামের প্রধান উপদেষ্টা আরিফিন রওশন হৃদয়, সভাপতি এম. এইচ. অপু, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার শুভ, কার্যকরী সদস্য কাজী সোহাগ।

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test