E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

২০২১ ডিসেম্বর ২০ ১৮:১৩:১৭
নাসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস, খেলাফত মজলিসের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মো. সুলতান মাহমুদ দুজনেরই দাখিলকৃত ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এছাড়া কামরুল ইসলাম বাবুর ব্যাংককতৃক ঋণ খেলাপি থাকার কারণে মনোনয়ন প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ৮(আট) জনের মধ্যে ৬(ছয়) জন বৈধ হয়েছে। ২(দুইজন) ভুল তথ্য দেওয়ায় ও ঋণ খেলাপি থাকার কারনে বাতিল করা হয়। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

(এমএস/এএস/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test