E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, নারীসহ আটক ৯

২০২১ ডিসেম্বর ২০ ১৯:১১:১৫
প্রেমের ফাঁদে ফেলে ডাকাতি, নারীসহ আটক ৯

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে রোববার রাতে ডাকাত চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৩৫০ টাকা, ১৬টি মোবাইল, ১২টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, ৪টি ছুরি, ১টি খেলনা পিস্তল ও ১টি মুখোশ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরের দিকে র‍্যাব-১১এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উপ-পরিচালক মেজর মো. হাসান শাহরিয়ার।

আটকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মোছা. ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), নাদিম (২২),
মো. রুবেল (২৮), মো. বোরহান (৩১), মো. আমীর হোসেন (২৮), মো. আরিফ (৩০)।

র‍্যাব-১১ এর উপ-পরিচালক হাসান শাহরিয়ার বলেন, এরা মেয়েদের নামে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খুলে যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লীল ভিডিও ও ছবি পাঠাতো। কলগার্ল সার্ভিস দেওয়ার কথা বলে নির্জন জায়গায় নিয়ে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দিতো। নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিতো তারা। এছাড়াও তারা ভুক্তভোগীর নিকটাত্মীয়কে ফোন করে মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করতো এবং পরবর্তীতে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখতো। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

(এস/এসপি/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test