E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে ছাত্রলীগের হামলা, আটক ৮

২০১৪ সেপ্টেম্বর ১৮ ১৭:৩৮:২১
লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংকে ছাত্রলীগের হামলা, আটক ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি : বৃহস্পতিবার জামায়াতের হরতালে পিকেটিং করার সময় লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর ফারুক হোসাইন নূরনবীসহ দলীয় ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার নেতৃত্বে এক হরতাল বিরোধী মিছিল থেকে নেতাকর্মীরা ইসলামী ব্যাংকের রায়পুর শাখায় হামলা চালায়। এতে শহরের মিয়াজি সুপার মাকের্টের ২য় তলা অবস্থিত ওই ব্যাংকের ৬টি জানালার কাঁচ ভাংচুর করা হয়। এসময় এক নারীসহ ৩ গ্রাহক সামান্য আহত হয়। ইসলামী ব্যাংকের রায়পুর শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, বাহির থেকে ব্যাংকে ইট-পাটকেল নিক্ষেপের হামলার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানিয়েছি।

জানা যায়, সকালে হরতালের সমর্থনে লক্ষ্মীপুর শহরের বেড়ীর মাথায় ও দালাল বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবোরোধ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তবে রায়পুর ও লক্ষ্মীপুর র্টামিনাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ দুরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও ব্যাংক-বীমা, অফিস-আদালত ও মানুষের জীবনযাত্র ছিল স্বাভাবিক।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, হরতালে কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার বিভিন্নস্থানে মিছিলের চেষ্টা করা হলে জামায়াত-শিবিরের আটক নেতাকর্মীকে আটক করা হয়।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া ‘আমৃত্যু কারাদন্ড’ রায়ের প্রতিবাদে দলটি বৃহস্পতিবারসহ দুই দফায় ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি ঘোষণা করে।

(এমআরএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)


পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test