E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর চিনিকল রক্ষার লক্ষ্যে সমন্বিত সমাবেশ

২০২১ ডিসেম্বর ২১ ১৮:০৩:০৬
ফরিদপুর চিনিকল রক্ষার লক্ষ্যে সমন্বিত সমাবেশ

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর চিনিকল রক্ষার ও আখ রোপন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর চিনিকল  শ্রমিক কর্মচারী পরিষদের আয়োজনে সমন্বিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় ফরিদপুর চিনি কল শ্রমিক কর্মচারী পরিষদের আহবায়ক সুভাষ রায়ের সভাপতিত্বে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে আখরোপনে উৎসাহিত করতে এবং নবাগত শ্রমিক-কর্মচারীদের স্বাগত জানাতে শ্রমিক কর্মচারী, আখচাষী, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে সমন্বিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সমাবেশে শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, চিনিকলের জিএম কৃষি মোঃ আনিসুজ্জামান, ওয়াকার্স পার্টির নেতা মনোজ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, শ্রমিক নেতা নজরুল ইসলাম, জহরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মোঃ আব্বাস আলী বিশ্বাস প্রমূখ।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ আনিচুর রহমান লিটন, সৈয়দ এটিএম মাসউদ, মোঃ সিরাজুল ইসলাম, আবুল বাসার বাদশা সহ চিনিকলের অনান্য শ্রমিক কর্মচারীগণ। সভায় বক্তরা ফরিদপুর চিনিকল রক্ষার জন্য সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানায় এবং ফরিদপুর চিনিকল রক্ষার্থে কৃষকদের বেশি বেশি করে আখ রোপনে করতে পরামর্শ দেন বক্তাগণ ।

(এম/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test