E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলুন’

২০২১ ডিসেম্বর ২২ ১৬:৩০:০১
‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলুন’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে জীবনকে গড়ে তুলুন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে দেশাত্মবোধ প্রাণে জাগিয়ে তুলতে হবে। অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের লক্ষ্যে তিনি আলোচনায় টেনে আনেন । আজকে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় চীন প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষমতা অর্জন করেছে অথচ বাংলাদেশের এক কোটিরও বেশি শ্রমিক যখন প্রবাস থেকে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানো তার পরিমাণ চীনের চেয়ে কম।

বুধবার ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বর্তমান ডিজিটাল এবং সময় উপযোগী পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন । দেশের প্রত্যেক ক্ষেত্রে তিনি মানুষের উন্নয়নে কর্মসংস্থানসহ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি সময় ছিল যখন বাংলাদেশে ব্যাপক জনগোষ্ঠী কে দায়ী করা হতো এদেশের দারিদ্রতা এবং কর্মক্ষমতা কারণে । আজ সেই বৃহত্তম জনগোষ্ঠীকে শক্তিতে পরিণত করা হয়েছে। সেই জনগোষ্ঠীর শক্তির কারণেই আজ বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠছে। জেলা প্রশাসক তার বক্তব্যের মাধ্যমে নানা বিষয়ে ইঙ্গিত করেন। তিনি নতুন প্রজন্মকে দক্ষতা অর্জনের মাধ্যমে সময়কে যথাযথভাবে লাগিয়ে সরকারের কাছ থেকে সরকারি মাধ্যমে বিদেশে যাবার পরামর্শ দেন। তিনি দালাল চক্রের মাধ্যমে মাধ্যমে বিদেশে না যাবার পরামর্শ দেন এবং জীবনের সেই বিভীষিকাময় দালাল চক্রের মাধ্যমে ভোগান্তির শিকার হন তাদের কথা তিনি উপমায় টেনে আনেন।

সেমিনারে বিভিন্ন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বিদেশে যাবার ক্ষেত্রে সকলকে অনুরোধ করেন। প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সরকারের মাধ্যমে বিদেশে যাবার জন্য সেখানে ৫ শতাধিক যুবক অঙ্গীকার ব্যক্ত করে। বিদেশে যাবার ক্ষেত্রে তারা কোন দালালের খপ্পরে পড়বেন না এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলোতে প্রশিক্ষণ গ্রহণ করবেন আর প্রবাসে যাবার ক্ষেত্রে দালাল চক্রকে ধরিয়ে দেবার অঙ্গীকার ব্যক্ত করে সকল নাগরিক ও সমাজকে সচেতন হবার আহবন জানান। শিক্ষিত এবং বেকার যুবকদের কে অবশ্যই কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ফরিদপুরের উদ্যোগে বুধবার সকাল ১১ টায় শহরের চুনাঘাটা লক্ষীপুর এলাকায় অবস্থিত "শতবর্ষে জাতির পিতা সুবর্ণের স্বাধীনতা অভিবাসনে আনবে মর্যাদা ও নৈতিকতা" স্লোগানকে ধারণ করে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হযয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসির , সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব সত্যজিৎ মুখার্জি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ সহ পাঁচ শতাধিক মানুষ এই সেমিনারে অংশ নেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test