E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টেকনাফে পুলিশ-ইয়াবা ব্যবসায়ী বন্দুকযুদ্ধ

২০১৪ এপ্রিল ২৪ ২০:২৪:২৬
টেকনাফে পুলিশ-ইয়াবা ব্যবসায়ী বন্দুকযুদ্ধ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশ ও ইয়াবা ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর পূর্ব পাশের নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আটককৃতরা হলেন ছৈয়দ নূর (২৪ )। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মৃত সোলতান আহমেদের পুত্র। এই ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল, কনস্টেবল জসিম উদ্দিন ও মাহাম্মুদুল হককে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেকনাফ থানা পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, ইয়াবা পাচারের খবর পেয়ে তার (রনজিত কুমার বড়ুয়া) নেতৃত্বে রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালীর পূর্ব পাশের নাফনদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় পাঁচ-ছয়জন লোক একটি নৌকা থেকে নেমে বেড়িবাঁধে উঠে এসে পাশ্ববর্তী মাঠের দিকে এগিয়ে আসার সময় পুলিশ তাঁদের থামাতে চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সবাই পালিয়ে গেলেও বাম পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় ছৈয়দ নূর কে ২ হাজার ইয়াবা, ১ টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৩ টি খোসা সহ আটক করা হয়। সে টেকনাফ থানা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এ ব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি। (টিএস/এটিিএপ্রিল২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test