E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২১ ডিসেম্বর ২৮ ১৮:১৫:৫৯
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসনের মেধাভিত্তিক দূরদর্শী একগুচ্ছ স্বপ্নের ভিত্তি গড়লেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। আজ মঙ্গলবার সকালে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রতিষ্ঠিত ও ফরিদপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিনিয়র সচিব কে এম আলী আজম। মাত্র দু বছর আগে গতানুগতিকতার বাইরে দূরদর্শী মেধাভিত্তিক শিক্ষা প্রদানের প্রত্যয়ে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ। বৈশ্বিক দূর্যোগ করোনা মহামারীর মধ্যেও অনলাইন ভার্সনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে জেলায় একটি বিরল দৃষ্টান্ত স্থাপন ও সারা দেশে অনুসরনীয় পদ্ধতি হিসেবে সকল মহলে সারা দিয়েছে। অল্পসময়ে জেলার সকল শিশুর শিক্ষার অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞান ভবনের ভিত্তি স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত অদম্য বাংলাদেশ গঠনে শিক্ষা লাভ করে এগিয়ে যেতে পারবে। বিজ্ঞান ভবনের ভিত্তি স্থাপনের পরে কলেজ ক্যাম্পাসের ভিত্তি স্থাপন করা হয়। এই ক্যাম্পাসের ভিত্তি স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিপূর্ণ বিকাশ লাভ করলো। এর আগে ফরিদপুর বহুমুখী এ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিনিয়র সচিব কে এম আলী আজম। তার আগে ঐতিহ্যবাহী ফরিদপুর সার্কিট হাউজের উর্দ্ধমুখী সম্প্রসারণ উদ্বোধন করেন। মাঝে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সিনিয়র সচিব মহোদয় অংশগ্রহণ করেন।
পরে ফরিদপুর জেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এতে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীলা রাণী মন্ডল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী গোলাম মোস্তফা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল কবীরসহ জেলার সকল দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা অনেক উন্নত দেশের চেয়েও বিভিন্ন ক্ষেত্রে ভালো করেছি। যা বিশ্বের অনেক দেশে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’

ফরিদপুরের জেলা প্রশাসনের টিম বিল্ডিংয়ের প্রশংসা করে সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন, ‘ফরিদপুরের টিম খুবই দক্ষ ও সুন্দর। টিম বিল্ডিং ভালো না হলে সার্ভিস বা সেবা ভালো হবে না। কার্যালয় প্রধানের প্রধান কাজ নেতৃত্ব দেওয়া। পরে মাননির্ধারণে কাজ করা। যার টিম যত ভালো পারফরমেন্স করবে তার কাজ তত ভালো হবে।’

কে এম আলী আজম বলেন, ‘মহামারি কোভিড-১৯ এর মধ্যে বিশ্বের যে কয়েকটি দেশ অর্থনৈতিক উন্নয়ন ধরে রেখেছে বাংলাদেশ তার অন্যতম।’

সভাপতির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো উন্নয়ন আমরা নিজেদের অর্থায়নে করতে সক্ষম হয়েছি। যা বিশ্ব দরবারে দেশের মর্যাদাকে আরও বৃদ্ধি করেছে।’

এ সময় তিনি ফরিদপুর জেলা পরিদর্শন এবং বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব কে এম আলী আজমের প্রতি কৃতজ্ঞতা জানান।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test