E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় বীরনিবাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০২১ ডিসেম্বর ২৯ ১৭:১৮:৫০
নগরকান্দায় বীরনিবাস প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছোট ছেলে এবং তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। 

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা গফফার মিয়ার বাড়িতে “বীর নিবাস” প্রকল্পের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।

২০২১-২২ অর্থ বছরে নগরকান্দা উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭জন বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে ৭টি আবাসন নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাসের জন্য ১৩ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের তদারকির দায়িত্বে রয়েছেন উপজেলা প্রশাসন। আসিফ এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী ৬০ দিনের মধ্যে কাজটি বাস্তবায়ন করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মোস্তফা হোসেন খান, সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, জামাল হোসেন মোল্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

(পিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test