E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

২০২১ ডিসেম্বর ৩০ ১৮:১৩:৩৫
ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) ৫৫ তম সভা গতকাল বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পৌসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, সচিব তানজিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা  গোবিন্দ চন্দ মন্ডল, বস্তি উন্নয়ন কর্মকর্তা আহাদুজ্জামান, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, আ.স.ম. জাহাঙ্গীর চৌধুরী, রমেন্দ্র নাথরায়, মাসুদুল হক, আসমা আক্তার, কাজী আশরাফ হোসেন সহ টিএলসিসিস সকল সদস্যবৃন্দ। সভায় বর্জ ব্যবস্থাপনাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

এ সময় পৌর মেয়র অমিতাভ বোস বলেন, বর্জ ব্যবস্থাপনা সারা বিশ্বেরই মারাত্মক একটি সমস্যা। ঠিক মত ব্যবস্থাপনা করা না গেলে এ সমস্যা আমাদের শেষ করে দেবে। তাই মানবজাতিকে রক্ষা করতে হলে আধুনিক বর্জ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি এ ব্যাপারে নাগরিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, এই পৌরসভা সবে মাত্র একবছর পার করেছে। আরও সামনে এগিয়ে যেতে হবে। এই একবছরে কি কাজ করেছি তা জানে পৌরবাসী, আমরা তা নিয়ে কথা বলতে চাই না। আমরা চাই সামনের দিকে এগিয়ে যেতে।

মেয়র বলেন, ফরিদপুরের কৃতিসন্তান এই পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি অম্বিকাচরণ মজুমদারের নামে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করা হবে। গতকাল ২৯ ডিসেম্বর ছিল প্রয়াত অম্বিকাচরণ মজুমদারের ৯৯ তম মৃত্যু বার্ষিকী। ওই সভায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে নৌ দুর্ঘটনার থেকে নিজেদের রক্ষা করতে সাঁতার শেখার জন্য একটি সুইমিং পোল স্থাপন করা হবে বলে সভায় মেয়র জানান।

(ডিসি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test