E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে মাদক বিক্রি-সেবনে পাঁচজনের জেল জরিমানা

২০২২ জানুয়ারি ০৯ ১৮:০০:১৫
আদমদীঘিতে মাদক বিক্রি-সেবনে পাঁচজনের জেল জরিমানা

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি ও সেবনের দায়ে পাঁচ জনের মোবাইল কোর্টে জেল-জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শ্রাবণী রায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকার মমতাজ প্রামানিকের ছেলে সিরাজুল ইসলাম (৪০), ইয়ার্ড কলোনী এলাকার মৃত সিরাজের ছেলে বাবু (৩৫), রফিকুল ইসলামের ছেলে রেজাউল (৩৬), বাচ্চু প্রামানিকে ছেলে সাগর হোসেন (২২) ও রেলওয়ে কলোনী এলাকার জহিরের ছেলে রাজু আহমেদ (৩৮)।

জানা যায়, রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া 'খ' সার্কেলের একটি টিম সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় মাদকবিরোধী অভিযান শুরু করে। অভিযানকালে সান্তাহারের পৌর শহর এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের সময় পাঁচ জনকে আটক করা হয়। দুপুরে মোবাইল কোর্টে হাজির করা হলে সিরাজুল, বাবু, রেজাউল ও সাগরকে ১০০ টাকাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজু আহমেদকে ১০০টাকাসহ ১মাসের সাজা প্রদান করেন
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া 'খ' সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন।

(এস/এসপি/জানুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test