E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

২০২২ জানুয়ারি ১১ ১৫:২৮:১৪
বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২১ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব খলিল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক( সামাজিক বিজ্ঞান বিভাগ) ড. আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মোঃ ফেরদৌস হোসেন খান এবং পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার যুগ্ম-পরিচালক ও পল্লী উন্নয়ন্ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ শফিকুর রশিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাহরিয়ার মোহাম্মদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ অনুষ্ঠানে অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের স্বপ্নের কথা জানতে চান। তাঁদের প্রত্যাশা ও ইচ্ছার কথা আগ্রহ ভরে শোনেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভবিষ্যতের এই পৃথিবী অনেক চ্যালেঞ্জের। সেখানে আমাদেরকে, এই বাংলাদেশকে এবং আমাদের নতুন প্রজন্মকে টিকে থাকতে হলে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির কোন বিকল্প নেই। আমাদের জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের মাধ্যমে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় টিকে থাকতে হলে কারিগরি জ্ঞানের কোন বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের যে সম্ভাবনা ও চ্যালেঞ্জ আছে তার জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। উচ্চ শিক্ষায় বিষয় নিবার্চনে আরোও সতর্ক হতে হবে। সামাজিক পরিবর্তনের এই যুগে রোবোটিক্স, কোয়ান্টাম ফিজিক্স, আইওটি, ক্রিপটো কারেন্সি এই নতুন নতুন বিষয় ও ন্যানোটেকনোলজি, কৃত্তিম বুদ্ধিমত্তা এসব বিষয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি-২০২১ সালের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ময়ুখ প্রামাণিকের রত্নগর্ভা মা নিয়তি রানী এবং পল্লী উন্নয়ন একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বেগম পারভীন আক্তার। শিক্ষার্থীদের অনুভূতি ব্যক্তের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সেখানে বেশ ক'জন শিক্ষার্থী তাদের আজকের সাফল্যের পেছনে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তথা শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ তাদের অনুভূতি ও প্রত্যয় ব্যক্ত করে বলেন, তারা অবশ্যই তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে একাদশ শ্রেণিতে পল্লী উন্নয়ন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ-কে বেছে নেবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ কৃতি শিক্ষার্থীদের স্মৃতি স্মারক হিসেবে ক্রেস্ট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "অসমাপ্ত আত্মজীবনী" বইসহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।

জানা যায়, এবারের এসএসসি-২০২১ সালের পরীক্ষায় পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হতে মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ২৫০ জন, মানবিক বিভাগে ৩২ জন এবং বাণিজ্য বিভাগে ৮ জন। এরমধ্যে "এ+" পেয়ে উত্তীর্ণ হয়েছে ২১৭ জন (৮৬. ৮%), "এ" পেয়েছে ৩২ জন (১২.৮%) এবং "এ-" পেয়েছে ০১ জন (০.৪%)। বিশেষভাবে উল্লেখ যে, এবারের এসএসসি- ২০২১ পরীক্ষায় এই শিক্ষাপ্রতিষ্ঠান হতে ০৯ জন শিক্ষার্থী সর্বমোট ১৩০০ নাম্বারের ১২৫০ ও এরবেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ০২ জন মেয়ে রয়েছে এবং ময়ুখ প্রামাণিক ১৩০০ নাম্বারের মধ্যে সর্বোচ্চ ১২৭০ নাম্বার পেয়েছেন।

(এআর/এসপি/জানুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test