E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বিনার আয়োজনে ডাল ও তেল জাতীয় ফসলের কর্মশালা অনুষ্ঠিত

২০২২ জানুয়ারি ১৯ ১৬:৪০:৫৭
ঈশ্বরদীতে বিনার আয়োজনে ডাল ও তেল জাতীয় ফসলের কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীত প্রতিনিধি : 'বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত ডাল ও তেল জাতীয় ফসলের জাতসমূহের পরিচিত ও চাষাবাদ পদ্ধতি ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ জানুয়ারি) সকালে বিনা উপকেন্দ্রের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের অফিসার ইনচার্জ কৃষিবিদ খান জাহান আলী।

প্রধান অতিথি ছিলেন বিনা'র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী এটিআই এর অধ্যক্ষ কৃষিবিদ মাসুদুর রহমান, ডাল গবেষণার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান,নাটোরের উপপরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্রের এসও শারমিন আরা জিন্নাত। সঞ্চালনা এবং মুগ ও তিলের বীজ সংরক্ষণের উপর আলোচনা করেন বিনা উপকেন্দ্রের এসও কামরুন নাহার।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test