E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ২

২০২২ জানুয়ারি ২০ ১৮:৩০:১২
ঝিনাইদহে পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ আটক ২

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর থানার বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেনসিডিল ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় শাকিল হোসেন (২৬) ও ওমর ফারুক (২৭) দুজনকে আটক করা হয়। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চর মুরারীদহ গ্রাম ও শহরের বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।

শাকিল হোসেন শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামের ইসমাইল ফকিরের ছেলে ও মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরকোনা গ্রামের হিসাব তেলির ছেলে। বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সদর উপজেলার চর মুরারীদহ গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় এসময় শিপন আলী নামে একজনের দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মো.ওমর ফারুকের সাথে ব্যাগ তল্লাশি করে ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওসি আরও বলেন ঝিনাইদহ সদর উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(একে/এসপি/জানুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৪ মে ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test